Tuesday, December 7, 2021

কেশবপুর মুক্ত দিবস উপলক্ষ্যে ৬ জন মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান https://ift.tt/eA8V8J

এম.আব্দুল করিম, কেশবপুর: যশোরের কেশবপুর মুক্ত দিবস উপলক্ষে ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়েছে। আমরা সাজাবো কেশবপুর সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের হলরুমে ওই সন্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক উৎপল দে, সাংবাদিক নূরুল ইসলাম খান, সংগঠনের সাংগঠনিক স¤পাদক শেখ শহিদুল্লাহ, দপ্তর স¤পাদক তুহিন হোসেন, প্রচার স¤পাদক আব্দুস সালাম, সদস্য এনামুল হাসান নাইম ও শফিকুল ইসলাম।

সম্মাননা পাওয়া ৬ জন বীর মুক্তিযোদ্ধা হলেন-যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা অসীত কুমার ভদ্র।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর কেশবপুর হানাদার মুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে কেশবপুরে প্রবেশ করার আগমূহুর্তে রাজাকাররা কেশবপুর বালিকা বিদ্যালয় ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়।

The post কেশবপুর মুক্ত দিবস উপলক্ষ্যে ৬ জন মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rJScai

No comments:

Post a Comment