Wednesday, December 8, 2021

আশাশুনিতে অর্ধশতাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও অর্ধশতাধিক চেয়ারম্যান, মহিলা মেম্বর ও মেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার স্ব স্ব ইউনিয়ন ভিত্তিক রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা নিজেরা বা তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন।

 

এদিন বিকালে উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল রিটার্নিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন। দুপুরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদে আ’লীগ (পুনরায়) মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিম মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে কাদাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের (পুনরায় মনোনীত) প্রার্থী দিপংকর মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে, বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ দলীয় মনোনয়ত প্রাপ্ত নৌকা প্রতীকের (পুনরায় মনোনীত) চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম মোল্যা মনোনয়নপত্র জমা দেন।

 

প্রতাপনগরে দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী শেখ জাকির হোসেন মনোনয়নপত্র জমা দেন। আনুলিয়ায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: সাহাবুদ্দিন সানা নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা মনোনয়নপত্র জমা দেন। বিকালে দরগাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কুদ্দুছ ময়না মনোনয়নপত্র জমা দেন। এদিন সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন মনোনয়নপত্র জমা দেন। খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক রবিউল ইসলাম রবি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুল্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচনের লক্ষ্যে মনোয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক আব্দুল মোমিন। এছাড়াও শোভনালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সাংবাদিক মানিক চন্দ্র বাছাড়সহ উপজেলার ১১ ইউনিয়নের অর্ধশতাধিক চেয়ারম্যান, মহিলা মেম্বর ও মেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

The post আশাশুনিতে অর্ধশতাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3EF1gR9

No comments:

Post a Comment