Tuesday, December 7, 2021

মুরাদের পদত্যাগপত্রে বড় ভুল, যা জানালো মন্ত্রিপরিষদ https://ift.tt/31FHqXC

অনলাইন ডেস্ক: মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তবে পদত্যাগপত্রে বড় ভুল থাকায় এবং এটি ই-মেইলে পাঠানোয় তা গ্রহণ করেনি মন্ত্রিপরিষদ বিভাগ।
জানা গেছে, পদত্যাগপত্রে বড় ভুল সংশোধন করে পদত্যাগপত্রটির হার্ডকপি চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পদত্যাগপত্রে যে ভুল রয়েছে-

পদত্যাগপত্রে মন্ত্রিপরিষদ বিভাগ ২০২১ সালের ১৯ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে ডা. মুরাদ হাসানকে দায়িত্ব দেন বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু এটির সঠিক তারিখ হবে ২০১৯ সালের ১৯ মে। যেটি সংশোধন করতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আজ মঙ্গলবার থেকে পদত্যাগ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

ওই পদত্যাগপত্রে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশ্রদ্ধ সালাম জানান।

পদত্যাগপত্র গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে এতে।

জামালপুরের আওয়ামী লীগ নেতা মতিউর রহমান তালুকদারের ছেলে মুরাদ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে জামালপুর-৪ (সরিষাবাড়ী, মেস্টা ও তিতপল্যা) সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য হন।

২০১৯ সালে শেখ হাসিনা টানা তৃতীয়বার সরকার গঠন করলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান মুরাদ। ওই বছর মে মাসে তাকে স্বাস্থ্য থেকে সরিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

চিকিৎসাশাস্ত্রের ডিগ্রিধারী মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী, মেস্টা ও তিতপল্যা) আসনের এমপি। নিজের এলাকা জামালপুর জেলা আওয়ামী লীগের ‘স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক’ তিনি।

প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দেওয়ার পর থেকে মুরাদ হাসানের প্রতিক্রিয়া জানা যাচ্ছিল না। মঙ্গলবার পদত্যাগপত্র পাঠানোর পর এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‌‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।’

The post মুরাদের পদত্যাগপত্রে বড় ভুল, যা জানালো মন্ত্রিপরিষদ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3m2UJZB

No comments:

Post a Comment