Thursday, December 9, 2021

আশাশুনিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন https://ift.tt/eA8V8J

 

আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক প্রশ্নপত্র সিলগালা করে নিয়োগ কমিটির কাছে হস্তান্তর করা হয়। আশাশুনি উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলায় ৮৪টি স্কুলের জন্য ২৫২ জন শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিকাল ৪টা পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন উপজেলা কৃষি অফিসার, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মো: রাজিবুল হাসান, নিয়োগ কমিটির সদস্য, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী ছাইফুল ইসলাম ও নিয়োগ কমিটির সদস্য মাধ্যমিক কর্মকর্তার প্রতিনিধি একাডেমিক সুপারভাইজার মো: হাসানুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, সাস কর্মকর্তা সাধন দাস, শাহিনুর রহমান, আব্দুল হান্নান প্রমূখ কেন্দ্র পরিদর্শন করেন এবং মৌখিক পরীক্ষা বোর্ডে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

The post আশাশুনিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3EIzzqD

No comments:

Post a Comment