Saturday, December 11, 2021

সাতক্ষীরা সপ্তদশ কবিতা উৎসব অনুষ্ঠিত https://ift.tt/eA8V8J

কবিতা পরিষদ, সাতক্ষীরা আয়োজিত সপ্তদশ কবিতা উৎসব ১১ ডিসেম্বর সাতক্ষীরাতে পালিত হয়েছে। সপ্তদশ কবিতা উৎসব উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মানবিক কবি শেখ মফিজুর রহমান।

১১ ডিসেম্বর সকাল সাড়ে নটায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক ও শহিদ আব্দুর রাজ্জাকের কবরে ফুল দিয়ে কবিতা পরিষদ সাতক্ষীরা সভাপতিসহ অন্যান্যদের নিয়ে প্রধান অতিথি জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবটির সূচনা শুরু করেন। এরপর সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর হলরুমে কবিতা পরিষদ, সাতক্ষীরার সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের নিয়ে সপ্তদশ কবিতা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

এবারের কবিতা পরিষদ, সাতক্ষীরা কর্তৃক সম্মাননা পেলেন শান্তি ও নিরাপত্তায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-পিপিএম বার, সমাজসেবায়, মো: আব্দুর সবুর বিশ্বাস, কবিতায়, আমিনুর রহমান সুলতান, উপ-পরিচালক (ফোকলো) বাংলা একোডেমি, ঢাকা, কবিতায়, দুখু বাঙাল, স ম তুহিন ও শিমুল পারভীন ইতি। কবিতা পরিষদ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান উজ্জল, কবি গুলশান আরা, শেখ সিদ্দিকুর রহমান, সুকুমার দাশ বাচ্চু ও নব কুমার ঢালির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, অধ্যক্ষ বাসুদেব বসু, গাজী আজিজুর রহমান, কবি মো: নুরুল ইসলাম, (উপজেলা আওয়ামী লীগ সভাপতি, তালা) কবি শুভ্র আহমেদ, কবি, গীতিকার তৃপ্তি মোহন মল্লিক।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি শেখ মফিজুর রহমান, ইয়াসমিন নাহার, কবি শিমুল পারভীন, রাইন চৌধুরী, তামান্না জাবরিন, মনিরুজ্জামান ছট্টু, মন্ময় মনির প্রমুখ। এবারে সপ্তদশ কবিতা উৎসবের স্লোগান ছিল-কবিতায় স্নিগ্ধতা, জলবায়ুর নিশ্চয়তা। এ স্লোগানটি রচনা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান। উদ্বোধক ও প্রধান অতিথি বলেন, কবিতায় আমরা প্রেম ও দ্রোহের কথা বলি, কিন্তু বৈশ্বিক পরিবর্তনে আমাদের কবিতায়ও পরিবর্তন আনতে হবে। বর্তমানে জলবায়ু সমস্যা আমাদের একটা বড় সমস্যা, কবিতার মাধ্যমে বিষয়টি তুলে ধরতে হবে। কবিতাই পারে এসব বিষয় তুলে ধরতে। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরা সপ্তদশ কবিতা উৎসব অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lYtbEt

No comments:

Post a Comment