Friday, December 10, 2021

বেনাপোল ইমিগ্রেনে বিজনেস ভিসায় পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: করোনার নতুন ধরণ ওমিক্রন সংক্রমনে আক্রান্তের সংখ্যা ভারতে বৃদ্ধি পাওয়ায় কোন ঘোষণা ছাড়াই বেনাপোল পেট্টাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে বিজনেস ভিসায় পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ হয়ে গেছে। গত ২দিনে মেডিকেল ও স্টুডেন্ট ভিসায় ভারতে গমনকারী ১৯৫জনকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষও বিজনেস ভিসায় আসা যাত্রীদের ছিলমারা বন্ধ করে দিয়েছে। ফলে সীমান্ত এলাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঢাকা থেকে আসা পাসপোর্ট যাত্রী শফিকুল ইসলাম ও মোমেনা বেগম বলেন বিজনেস ভিসায় ভারতে যাচ্ছিলেন তারা। ভারত কোন ষোষণা না দিয়েই এমন আচরণে ক্ষুদ্ধ তারা। পড়ছেন দুর্ভোগে। খরচ হয়েছে টাকা। এর সুরাহা চান তারা।

ভারত ও বাংলাদেশে করোনা শিথিলের পরই বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজনেস মেডিকেল ও স্টুডেন্ট ভিসায় পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক হয়ে যায়। আকাশ পথে চালু হয় ভ্রমন ভিসা। তবে করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় স্থলপথে মেডিকেল ভিসায় ভারত গমন থাকে সচল। অন্য স্থলপথের যাত্রীরাও যেতে পারত আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে। ফলে সুবিধা পাচিছল দেশের মানুষ। বন্ধু প্রতিম রষ্ট্রের কাছ থেকে এমন আচারণ কামনা করেননা যাত্রীরা। শুক্রবার থেকে পূর্ব কোন ঘোষণা ছাড়ায় ভারত ইমিগ্রেশন বিজনেস ভিসায় যাত্রী প্রবেশে দেয় নিষেধাজ্ঞা। ফলে বন্ধ হয়ে যায় বিজনেস ভিসায় যাতায়াত। অপরদিকে যেসব যাত্রী আকাশ পথে ভারত গমনে ভিসা ছিল এধরণের ১৯৫ জনকে ফেরত দিয়েছে পেট্টাপোল ইমিগ্রেশন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ বলেন বাংলাদেশ কর্তৃপক্ষের নতুন কোন নির্দেশনা আসেনি তাদের কাছে। পেট্টপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোন কারন ছাড়ায় বন্ধ করে দিয়েছে বিজনেস ভিসায় যাত্রী গমন। ফলে অনেকে এসে ফিরে যাচ্ছেন গন্তব্যে। ভারত কোন বিজনেস ভিসায় যাত্রী না নেওয়ায় বেনাপোল ইমিগ্রেশনও যাত্রীদের ছিল দিচ্ছেনা বলে জানান তিনি। দু’দেশেন কর্তৃপক্ষের কাছে বিষয়টি সুরাহের দাবী জানিয়েছেন ব্যবসায়িরা। তাদের দাবী বিভিন্ন ব্যবসায়িক কাজে ভারতে যান। এর ফলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্তসহ আমদানি রপ্তানিতেও বিরুপ প্রভাব পড়বে বলে জানান ভুক্তভোগীরা।

The post বেনাপোল ইমিগ্রেনে বিজনেস ভিসায় পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rVCDMS

No comments:

Post a Comment