Friday, December 17, 2021

প্রধানমন্ত্রীর সাথে সাতক্ষীরা স্টেডিয়ামে শপথ বাক্য পাঠ করেছেন হাজারো মানুষ https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় শপথ বাক্য পাঠ করেছেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে অনলাইনে যুক্ত হয়ে এই শপথ বাক্য পাঠ করেন তারা। শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের সব জেলা ও বিভাগীয় শহর থেকে একযোগে সবাই এই শপথ পাঠ করেন। সাতক্ষীরা ষ্টেডিয়ামে এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, সাবেক এমপি মুজিবুর রহমান জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শপথ বাক্যে যা ছিল, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’ শপথ বাক্য পাঠ করানোর আগে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

The post প্রধানমন্ত্রীর সাথে সাতক্ষীরা স্টেডিয়ামে শপথ বাক্য পাঠ করেছেন হাজারো মানুষ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3p5fWE1

No comments:

Post a Comment