Wednesday, December 15, 2021

সাজ শিল্পীদের কথা https://ift.tt/eA8V8J

মুস্তফা হাবীব
কৃষকের দুচোখে ভিড় করে অদৃশ্য স্বপ্নেরা,
সে সোনার ফসলে সাজাবে মাঠ প্রান্তর,
সাজাবে বাড়ির উঠোন, সাজাবে গোলা।

ছলছল ভরা যৌবনা নদীর মত রমণীরা,
সাজায় তাদের কমলা রঙ ঠোঁট চ্যাপিস্টিকে।
শাড়িতে সাজায় শরীরী ঢেউ তরঙ্গ।
নদীরা জল¯্রােতে সাজায় মাঠ পলল মাটিতে।

তবে অধিকাংশ রাজশিল্পী, কাঠশিল্পী কখনও
নিজ খেয়ালে সাজাতে পারে না আপন ঘর,
পরের ঘর বানাতেই রচনা করে জীবন সমাধি।

চিত্রশিল্পীরা রঙতুলি নিয়ে বসে থাকে
কখন আসবে খদ্দের স্বপ্নের ফরমায়েশ হাতে
মুদ্রার বিনিময়ে অন্যের স্বপ্ন সাজাতেই সাঁজবেলা ।

তবে কারো মত আমি আমাকে সাজাতে ব্যাকুল নই
স্বপ্ন বুনে যাই পরমানুষের জন্য দিনের পর রাত,
অন্যের সুখ সমৃদ্ধির জন্য সাজাই শব্দের ইস্তেহার
আজন্ম কবিতায় সাজাই, স্বপ্নের খেয়া বাংলাদেশ।

The post সাজ শিল্পীদের কথা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3F3pbdw

No comments:

Post a Comment