Thursday, December 16, 2021

বেনাপোলে বিজয় দিবসে দু’দেশের মিলন মেলা https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বেনাপোল-পেট্টাপোল সীমান্তের শূন্য রেখায় মিলিত হয়েছিল দুই বাংলার মানুষ। সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি বিএসএফ এর যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। বিউগল ও দু’দেশের জাতীয় সঙ্গিত বাজিয়ে শুরু করা হয় শারিরিক কসরত। এসময় করতালিতে মুখরিত হয় পুরো সীমান্ত এলাকা। মনোমুগ্ধকার দৃশ্যটি উপভোগ করেন বিজিবি বিএসএফসহ প্রশাসন গণমাধ্যম কর্মীসহ হাজারও দর্শণার্থী।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তের শুন্য রেখায় দুটি দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি-বিএসএফ মিলেছে উৎসবে। সন্ধ্যার সাথেই যৌথভাবে নামানো হয় জাতীয় পতাকা। পরে বজিবি বিএসএফের পক্ষে একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। অনুষ্টান উপভোগ করতে পেরে খুশি বিভিন্ন স্থান থেকে আসা দু’দেশের দর্শণার্থীরা।

বিজিবি বিএসএফের ‘জয়েন্ট রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মামুনুর রশিদ, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা ও ভারতের কলিকাতা বিএসএফের ডিআইজি রাজেশ কুমার ও ১৭৯ বিএসএফ ব্যাটলিয়নের সিও নিজাম উদ্দিন।

The post বেনাপোলে বিজয় দিবসে দু’দেশের মিলন মেলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eeigm1

No comments:

Post a Comment