Sunday, December 12, 2021

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫-এর আলোকে গৃহকর্মীদের কাজের স্বীকৃতি প্রদান এবং সুরক্ষা ও কল্যাণ বিষয়ক সুযোগ সৃষ্টি, গৃহকর্মীদের শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা, সকল নাগরিকের মৌলিক মানবাধিকার নিশ্চিত করণের লক্ষ্যে জেলাতে আয়োজিত এটি প্রথম সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।

 

২৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গৃহকর্মী, নিয়োগ, শোভন কাজ, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ, কর্মীর বয়স, নিয়োগ চুক্তি, কর্মঘন্টা, ছুটি, বিশ্রাম ও বিনোদন, প্রসূতিকালীন সুবিধা, গৃহকর্মী প্রশিক্ষণ, চিকিৎসা, ধর্ম পালনের সুযোগ, দূর্ঘটনায় ক্ষতিপূরণ, নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের সুযোগ সুবিধা প্রাপ্তি, মনিটরিং সেল, পরিদর্শন, নিয়োগকারীর দায়িত্ব, গৃহকর্মীর দায়িত্ব ও কর্তব্য বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জোসনা আরা, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ও জেলা পরিষদ সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক (চ: দ:) মুহাম্মদ আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসার মো: মোজাম্মেল হক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা ও মাসুম বিল্লাহ সোহাগ। সভায় অন্যান্যে সদস্যগণ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মো: মাহবুব আলম।

The post গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3IJzCoQ

No comments:

Post a Comment