নিজস্ব প্রতিনিধি : দেবহাটা প্রেসক্লাবের সাংবাদিক সজল ইসলামকে জীবননাশের হুমকি দেওয়ায় ঘটনায় থানায় জিডি করা হয়েছে ।
জানাযায়,শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজারস্থ সজল ইসলামের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সজল টেলিকম এন্ড কম্পিউটারের সামনে এ হুমকির ঘটনা ঘটে। হুমকি দাতা শিমুলিয়া গ্রামের বাবুর আলী সরদারের ছেলে আলমগীর সরদার(৩২) বাইসাইকেল যোগে দোকানের সামনে এসে সজল ইসলাকে তার রেকর্ডীয় সম্পত্তিতে যেতে নিষেধ করে এবং বলে আমি জীবিত থাকা কালিন ঐ জমিতে গেলে তোকে জীবনে শেষ করে দিব। এদিকে বিষয়টির নিন্দা জানিয়ে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু বলেন কোন সাংবাদিককে বিনা অপরাধে কোন কিছু বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্দোলনে যাবে। তাছাড়া বিষয়টির তদন্তপূর্বক সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন তিনি। এ বিষয় সজল ইসলাম দেবহাটা থানায় ৪০৩ নং সাধারণ ডায়েরী করেছেন। এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন,একটি সাধারন ডায়েরী পেয়েছি ।তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
The post দেবহাটায় সাংবাদিক সজলকে প্রাণনাশের হুমকি: থানায় জিডি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3IJnxQb
No comments:
Post a Comment