Saturday, April 11, 2020

ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথের প্রাণ নিলো করোনা https://ift.tt/2V0G9Vl

জনপ্রিয় হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ করোনা সংক্রমণজনিত কারণে মারা গেছেন।

হলিউড রিপোর্টারকে ৭৪ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তার ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে হুগ গ্রান্ট ও অ্যালান রিকম্যান অভিনীত ১৯৯৫ খ্রিষ্টাব্দের সিনেমা ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং গ্যারি ওল্ডম্যানের ১৯৯৭ খ্রিষ্টাব্দের সিনেমা ‘নিল বাই মাউথ’। 

হিলারি হিথের জন্ম ছিল ইংল্যান্ডের লিভারপুলে। ১৯৬৮ খ্রিষ্টাব্দে মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’র মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

The post ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথের প্রাণ নিলো করোনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2y8zuz6

No comments:

Post a Comment