Saturday, April 11, 2020

অবিলম্বে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেট বরাদ্দ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রেশনিং চালুর দাবি https://ift.tt/eA8V8J

খাদ্য ও পুষ্টি ইস্যুতে কর্মরত সহস্রাধিক নাগরিক সমাজের সংগঠন এর সমন্বয়ে গঠিত ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ নেটওয়ার্ক। ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ ও ‘পিকেএসএফ’-এর চেয়ারম্যান, ড. কাজী খলীকুজ্জমান আহমদ এবং নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক, জনাব মহসিন আলী চলমান পরিস্থিতি বিবেচনায় এক বিবৃতিতে বলেন-
ভয়াবহ করোনা ভাইরাসের আঘাতে দিন দিন ক্রমবর্ধমান হারে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর সংবাদও। এ প্রক্ষোপটে দারদ্রিসীমার নচিে বসবাসকারী জনগন, দনিমজুর এবং অপ্রাতষ্ঠিানকি কাজে নয়িোজতি জনসাধারণরে মৌলকি চাহদিা পূরণে বদ্যিমান সামাজকি সুরক্ষা র্কাযক্রমরে আওতা বৃদ্ধি (যার মধ্যে প্রধানত বনিা মূল্যে খাদ্যসামগ্রী বতিরণ, ১০ টাকা কজেি দরে চাল বক্রি,ি লক্ষ্যভত্তিকি জনগোষ্ঠীর মধ্যে নগদ র্অথ বতিরণ, বয়স্কভাতা এবং বধিবা ও স্বামী নগিৃহীতা নারীদরে জন্য ভাতা প্রদান) এবং শল্পি ও সবো খাত, খুদ্র ও মাঝারি শল্পি খাত, রপ্তানি উন্নয়ন তহবলিসহ উৎপাদন খাতে স্বল্প সুদে ঋণ প্রদানরে মাধ্যমে ৭২ হাজার ৫০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। এ ঘোষণার পর মাঠ পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান ও ১০ টাকা কজেি দরে চাল বক্রিি হচ্ছ।ে কন্তিু চাহদিার
তুলনায় সকল ক্ষত্রেে এর পরমিাণ খুবই কম। এ সকল সহায়তার ক্ষত্রেে র্দুনীতরি অভযিোগ ও বাড়ছ।ে রাজধানীতে করোনা পরীক্ষা ও চকিৎিসার ব্যবস্থা থাকলওে র্কাযকারতিা খুবই কম। অপরদকিে জলো ও উপজলো র্পযায়ে করোনা পরীক্ষা ও চকিৎিসার তমেন কোন ব্যবস্থা নইে কন্তিু দশেব্যাপী স্বাভাবিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা অনকে ক্ষত্রেে সংকটরে সম্মুখীন । ভেঙ্গে পড়েছে। ফলে সাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সকল শ্রণেরি মানুষ। এপ্রক্ষেতিে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে বয়স্ক মানুষ, নারী ও শশিুরা।
এখানে উল্লেখ্য যে, বিভিন্ন সেক্টরের জন্য প্রণোদনা হসিবেে নর্ধিারতি বাজটে বরাদ্দ হলওে ‘সামাজকি সুরক্ষা র্কাযক্রমরে’ বাজটে এখনো বরাদ্দ করা হয়ন,ি র্বতমানে দরদ্রি জনগোষ্ঠীর জন্য যা সবচয়েে প্রয়োজনীয় ।এছাড়াও খাদ্যের মূল যোগানদার কৃষক ও কৃষিখাতের জন্য প্রণোদনার কোন ঘোষণা এখনো আসেনি, দশেবাসীর খাদ্য নশ্চিতিকরণে যা সবচয়েে গুরুত্বর্পূণ। সরকাররে পরসিংখ্যান অনুযায়ী ২১.৮% র্অথাৎ ৩ কোটি ৮৫ লক্ষ মানুষ দারদ্রিসীমার নচিে বসবাস করে যার সাথে যোগ হয়ছেে দনিমজুর ও নম্নিবত্তি মানুষ যারা প্রতদিনি আয় থকেে সংসার চালাই। দশেে করোনার প্রকোপ যভোবে বৃদ্ধি পাচ্ছে সক্ষেত্রেে এই সকল মানুষ যথা- দুস্থ থেকে দরিদ্র, ছোট কৃষক এবং দিন আনা দিন খাওয়া মানুষরে খয়েে বঁেচে থাকার বিষয়টি এখন চ্যালেঞ্জের সম্মুখীন।
বর্তমান অবস্থা থকেে উত্তরণরে জন্য ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ স্বল্প ও র্দীঘ ময়োদে সরকাররে উদ্যোগে সুনর্দিষ্টি পদক্ষপে গ্রহণরে জন্য
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর নম্নিে র্বণতি দাবসিমূহ ববিচেনার আহবান জানাচ্ছ:ে
ক্স দেশের দুস্থ, অতি দরিদ্র থেকে দরিদ্র, শহরের বস্তিবাসী এবং কর্ম ও উপার্জনহীন ৮০ লক্ষ পরিবারের জন্য আগামী জুলাই ২০২০ পর্যস্ত খাদ্য সামগ্রীর যোগান নিশ্চিত করা।
ক্স অবিলম্বে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেট বরাদ্দ করা এবং দশ টাকায় চাল বিক্রিসহ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সকল কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করা।
ক্স রাজধানীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষা ও চিকিৎসা এবং সর্বস্তরে সাধারণ চিকিৎসা সেবা নিশ্চিত করা।
ক্স দেশের প্রান্তিক ও অতিদরিদ্র জনগোষ্ঠীর ৪০ লক্ষ পরিবারের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার জন্য দুর্যোগ পরবর্তী সময়ে রেশনিং ব্যবস্থা চালুর জন্য এখনি প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা।
ক্স আসন্ন বোরো ধান সংগ্রহ এবং খাদ্যসহ কৃষির সকল ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার জন্য অবিলম্বে কৃষি খাতে প্রণোদনার ঘোষণা দেয়া।
ক্স খাদ্য, চিকিৎসা, প্রণোদনাসহ সকল সরকারি এবং বেসরকারি সহায়তার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
প্রাপ্ত তথ্য মতে, খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্কের বেশিরভাগ সংগঠন স্ব স্ব কর্মএলাকায় করোনা বষিয়ে সচেতনতা বৃদ্ধি, মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করছে।ে বেশ কিছু সংগঠন খাদ্য সহায়তা প্রদান করছেে এবং কছিু সংগঠন উদ্যোগ গ্রহন করছে।ে এ প্রক্ষোপটে খাদ্য অধিকার বাংলাদেশ-এর সকল সদস্য সংগঠন এবং র্সবস্তররে বসেরকারি সংস্থাসমূহরে প্রতি আহবান- এখন অন্যতম গুরুত্বর্পূণ কাজ, ঘরে থাকাসহ স্বাস্থ্যবধিি মনেে চলার জন্য কমউিনটিতিে সচতেনতা বৃদ্ধি এবং যার যা সার্মথ আছে সে অনুযায়ী দরদ্রি মানুষরে পাশে দাঁড়ানো।প্রেস বিজ্ঞপ্তি

The post অবিলম্বে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেট বরাদ্দ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রেশনিং চালুর দাবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Xu5t7A

No comments:

Post a Comment