Monday, April 6, 2020

কাশিমাড়ীতে পুকুরে পড়ে এক বিধবা নারীর মৃত্যু https://ift.tt/eA8V8J

শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে পুকুরে সবজি ধোয়ার সময় পানিতে পড়ে পঞ্চাশউর্ধ বয়সের নুরজাহান বেগম নামের এক বৃদ্ধা মৃত্যু বরন করেছে (ইন্নালিল্লাহী… রাজিউন)। তিনি জয়নগর গ্রামের মৃত ইসমাইল গাজীর মেয়ে। মৃত নুরজাহান বেগম কাশিমাড়ী খেজুরআটি গ্রামের মৃত এবাদুল সরদারের স্ত্রী ছিলেন। মৃত্যুকালে ২ ছেলে ও এক মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মরহুমার ভাই সৈয়দ আলী গাজী জানান, ৬ এপ্রিল (সোমবার) সকাল ৭টার দিকে তার বোন নুরজাহান রান্না করার জন্য কচুরপাতা বাড়ির পাশের পুকুরে ধোয়ার জন্য গেলে সেখানে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তারা তাকে পুকুরে ভাসতে দেখে। দ্রুত উপরে তোলার পরে তারা নিশ্চিত হয় যে তার বোন আর বেঁচে নেই।
তিনি আরও জানান, তার বোনের মৃগী রোগ ছিল। কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি:

ছবি – নুরজাহান বেগম 

The post কাশিমাড়ীতে পুকুরে পড়ে এক বিধবা নারীর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2xQbQr5

No comments:

Post a Comment