Friday, April 24, 2020

করোনা থেকে সুস্থ হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ https://ift.tt/eA8V8J

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৭ লাখ ৪৫ হাজার ৮১৩ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত রোগ থেকে স্পেনে সেরে উঠেছে ৮৯ হাজার ২৫০ জন, যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৮৫ হাজার ৯২২ জন, চীনের মূল ভূখণ্ডে ৭৭ হাজার ২৫৭, ইরানে ৬৪ হাজার ৮৪৩, ইতালিতে ৫৭ হাজার ৫৭৬ এবং ফ্রান্সে ৪২ হাজার ৮৮ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সুইজারল্যান্ডে ২০ হাজার ৬০০ জন, তুরস্কে ১৮ হাজার ৪৯১, কানাডায় ১৪ হাজার ৭৬১, অস্ট্রিয়ায় ১১ হাজার ৬৯৪, বেলজিয়ামে ৯ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৫০১, অস্ট্রেলিয়ায় ৫ হাজার ৪৫ ও মালয়েশিয়ায় ৩ হাজার ৫৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শুক্রবার (২৪ এপ্রিল)  সকাল নয়টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৬৫৬ জন। আর আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ১৮ হাজার ৭৯৭ জন। 

এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭৮ হাজার ৪০৮ জন। আর দেশটিতে মারা গেছেন ৪৯ হাজার ৭৪০ জন। শুধু নিউইয়র্কে আক্রান্ত ২ লাখ ৬৮ হাজার। আর এই রাজ্যে মারা গেছেন মোট ২০ হাজার ৮৬১ জন। স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৪ জন। আর মারা গেছেন ২২ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৪০ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন।  মোট মারা গেছেন ২৫ হাজার ৫৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬৪ জন।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্ত ১ লাখ ৫৮ হাজার ১৮৩ জন। মারা গেছেন ২১ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬১৫ জন। জার্মানিতে এখন পর্যন্ত আক্রান্ত ১ লাখ ৫১ হাজার ১৭৫ জন। মারা গেছেন ৫ হাজার ৩৫৪ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৩৮ হাজার ৭৮ জন। মোট মারা গেছেন ১৮ হাজার ৭৩৮ জন।

The post করোনা থেকে সুস্থ হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eWGctc

No comments:

Post a Comment