কতো দিন হয়ে হলো দেখিনা চাঁদটা
আমার এই দক্ষিণের বন্ধ জানালায়,
নিরুপায় জীবন কষ্টের বেড়িতে বাঁধা
গুমরে কাঁদে মনটা একলা নিরালায়।
দুর্যোগের কালো মেঘ কবে যাবে কেটে
নির্মল হাওয়া জমিনে বইবে ঝিরিঝিরি?
সব সংশয় শংকা বহু দূরে ঠেলে দিয়ে
ভাসাবো আবারও আটকে যাওয়া তরী।
জীবনটা চলবে ছন্দময় সুখের দোলে
জমাট বাঁধা বরফ-নদে ¯্রােত ছুটুক খুব,
পংকিলতা যতোটা লেগেছিল দেহেতে
ধুয়ে নেব স্বচ্ছ জলে দিয়ে স্বস্তির ডুব।
ভাবনায় ভাসি, আবার কবে দেখা হবে
পাহাড়ের কোলে মিষ্টি চঞ্চল ঝর্ণা ধারা?
খোলা পায়ে হাটবো দুর্বায় ছাওয়া পথে
বুনো ফুলের গন্ধে হৃদয় হবে মাতোয়ারা।
আবার কবে দেখা হবে চেনা মোহনায়
নীল চাঁদটা সেথায় স্বপ্ন খেয়ায় ভাসবে?
ভুবনটা ভরবে অনুপম আনন্দ ছোঁয়ায়
বুকে নরম জোছনা লুটিয়ে পড়ে হাসবে।
The post আবার কবে দেখা হবে/ জাহিদ আজিম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Ko6Tc2
No comments:
Post a Comment