দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অার এসব রোগীদের চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত হচ্ছে চিকিৎসকরা। সর্বশেষ পপুলার হাসপাতালের এক ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন গতকাল। তার সংস্পর্শে আসা পাঁচ চিকিৎসকে কোয়ারিন্টিনে রাখা হয়েছে বলা জানা গেছে। চিকিৎসকদের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২ জন চিকিৎসক ,আইসোলশনে আছেন আরো ৮৭ জন। তথ্যটি মানবজমিনকে নিশ্চিত করেছে বাংলাদেশ ডক্টর ফাউন্ডেশন।
জানা যায়, চিকিৎসকদের আইসোলেশনে থাকার সংখ্যাটি হুহু করে বাড়ছে।
ফাউন্ডেশনের ট্রাস্টিবোর্ডের ম্যানেজিং ডিরেক্টর ডা.কাউসার বলেন, সারা দেশে এখন পর্যন্ত ২২জন ডাক্তারের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বশেষ পপুলার হাসাপাতালের এক চিকিসৎকের করোনা পজেটিভ পাওয়া গেছে।
আইসোলেশনে আছেন আরো ৮৭ জন। এসব ডাক্তারদের অনেকেই মেসে বা আলাদা বাসা নিয়ে থাকে। তাদেরকে খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করছি আমরা। শুধু তাই নয় তাদের চিকিৎসা সেবাও দিয়ে যাচ্ছি। সবসময় তাদের ফলোআপের মধ্যে রাখছি।
The post ডক্টর ফাউন্ডেশনের তথ্য: করোনায় আক্রান্ত ২২ চিকিৎসক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Vfzw0d
No comments:
Post a Comment