Tuesday, April 7, 2020

সিটি মেয়র নগরীতে নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস প্রতিরোধে আজ (মঙ্গলবার) সকালে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার লঞ্চ ঘাটে নিজস্ব উদ্যোগে কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, তেল, পেঁয়াজ, লবনসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম বাবলু, সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম পলাশ, জেড এম ফিস ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী আজগর মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র প্রায় ছয়শত নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এর আগে সিটি মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায়  দৌলতপুর ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস চত্বরে তিনশ কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তথ্যবিবরণী  

The post সিটি মেয়র নগরীতে নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2xTMIQo

No comments:

Post a Comment