Sunday, April 26, 2020

করোনাভাইরাস: ইসকনের পুরোহিতসহ ৩৬ জন আক্রান্ত https://ift.tt/eA8V8J

রাজধানীর স্বামীবাগে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) মন্দিরের পুরোহিত ও সন্ন্যাসীসহ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার রাতে ওই মন্দিরে থাকা সবার শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর পুরো এলাকাকে লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই পুরান ঢাকার ওই মন্দিরে কাউকেই ঢুকতে দেওয়া হতো না। পুরোহিত, কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসকন মন্দিরের ভেতরেই অবস্থান করতেন।

শনিবার তাদের মধ্যে ৩৬ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। বাংলাদেশে এ পর্যন্ত মোট ৪৯৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আর প্রাণ হারিয়েছে ১৪০ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত ২৯ লাখ আর প্রাণ হারিয়েছে দুই লাখেরও বেশি মানুষ।

The post করোনাভাইরাস: ইসকনের পুরোহিতসহ ৩৬ জন আক্রান্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eQoIyz

No comments:

Post a Comment