“স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাজার এখন আপনার বাড়িতে” এ স্লোগানকে সামনে নিয়ে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও তত্বাবধানে করোনা ভাইরাস মোকাবেলায় সোনার বাংলা অনলাইন শপিং সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সোনার বাংলা অনলাইন শপিং সার্ভিসের এমডি নাজমুল শাহাদাত পলাশ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা ম্যানেজার প্রদীপ কুমার মন্ডল, রিপোর্টার রনজিৎ বর্মন, শ্যামনগর রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান প্রমুখ।
সোনার বাংলা অনলাইন শপিং সার্ভিসের এমডি বলেন অতি প্রয়োজনীয় পণ্য-সামগ্রী, বাজার-সদাই প্রতিদিন এর বাজার দর অনুযায়ী নির্দিষ্ট পরিবহন ভাড়া নিয়ে পৌঁছে যাবো আপনার আঙ্গিনায়, এই সময়ে লাভ নয়, জীবন ধারণ ও আপনার আন্তরিক সহযোগীতাপূর্ণ আচরণ আমাদের সকলের পথচলা ও আগামীকে অনেক সুন্দর করবে-এই প্রত্যাশা। পবিত্র মাহে রমজানে ইফতার, বিরিয়ানি, তেহারি, হালিম সহ বর্তমান সময়োপযোগী প্রাপ্ত খাদ্য সরবরাহ করার প্রচেষ্টা থাকবে। বিস্তারিত জানতে বা পন্য অর্ডার করতে মোবাইল নম্বর ০১৯৭৭ ৩৬৬২৩৩।
রনজিৎ বর্মন, সুন্দরবনাঞ্চল (শ্যামনগর):
The post শ্যামনগরে করোনা মোকাবেলায় সোনার বাংলা অনলাইন শপিং সার্ভিসের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3aIe9dK
No comments:
Post a Comment