Friday, April 24, 2020

থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস https://ift.tt/eA8V8J

সকাল থেকেই আকাশ মেঘলা। দুপুরে আকাশ কালো হয়ে সন্ধ্যার আকাশ হয়ে গেছে। এরপর নামে মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝড়ো হাওয়া। তবে বাতাসের গতি ছিল কম। শুক্রবার (২৪ এপ্রিল) দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে সারাদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, শীতকালে যেদিক থেকে বাতাস আসে গরম কালে ঠিক তার উল্টো দিক থেকে বাতাস আসে। সে বাতাসের সঙ্গে সাগরের জ্বলীয় বাষ্প মিশে তৈরি হয় ঘন কালো মেঘ। আর এই মেঘের কারণেই এই মৌসুমে ঝড় বৃষ্টি স্বাভাবিক। আজ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে এমন বৃষ্টি হবে। তাপমাত্রা বেশি হলে বৃষ্টির পরিমাণও বেশি হয়।

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয় ঢাকা, বরিশাল, সিলেট, খুলনা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মংলায় ৮৩ মিলি মিটার। এছাড়া শ্রীমঙ্গল ও রাজারহাটে ৭০, ঢাকায় ৪৭, টাঙ্গাইলে ৩২, গোপালগঞ্জে ৪০, চাঁদপুরে ৩৫, রংপুরে ২৫, সৈয়দপুরে ১৬, তেঁতুলিয়ায় ১৭, খুলনা ও ডিমলায় ৪৩, যশোর ২৭, চুয়াডাঙ্গা ২৫, পটুয়াখালী ১০, খেপুপাড়ায় ২৪ মিলি মিটার বৃষ্টি হয়। এছাড়া প্রায় সারাদেশেই ১ থেকে ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

The post থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cKPDKk

No comments:

Post a Comment