ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে। এছাড়াও শুক্রবার ভারত জুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬ হাজার। খবর এনডিটিভির।
গত কয়েক দিন ধরেই এক দিনের মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ওঠানামা করেছে। সোমবার দেশটিতে সেই সংখ্যাটা ছিল ৭০৪। এরপর মঙ্গলবার তা একধাক্কায় কমে হয় ৫০৮ জন। বুধবার তা আরও কিছুটা কমে গিয়ে দাঁড়ায় ৪৮৫ জনে। তবে শুক্রবার আক্রান্তের সংখ্যা ফের বেড়ে দাঁড়ায় ৫৯১ জনে।
অন্যদিকে করোনা সংক্রমণের কারণে মহারাষ্ট্র, দিল্লি বা তামিলনাড়ুর পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে আসামেও। শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে আসামে। শুক্রবার সকালে আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টুইটারে জানান, আসামের হাইলাকান্দি জেলার ৬৫ বছরের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে শিলচর হাসপাতালে তার মৃত্যু হয়।
The post ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩৯ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Rve5XL
No comments:
Post a Comment