আজ ২৩ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) করোনা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষিত ৮৬ টি নমুনার মধ্যে ১২ জনের করোনা পজিটিভ এসেছে। গত ২৪ ঘন্টায় যবিপ্রবি জিনোম সেন্টারে প্রাপ্ত ২৩৪ টি নমুনা এসেছে,যার মধ্যে ৮৬ টি নমুনা পরীক্ষা করা হয়।
প্রাপ্ত ২৩৪টি নমুনার মধ্যে যশোরের ২৪ জনের ২ জন, চুয়াডাঙ্গার ৩৯ জনের ৬ জন, কুষ্টিয়ার ১২ জনের ২ জন, মাগুরার ৭ জনের ১ জন, মেহেরপুরের ৪ জনের ১ জনসহ মোট ১২ জনের নমুনা পজিটিভ এসেছে। এর মধ্যে মেহেরপুরের রোগী মৃত্যুবরন করেছে। তাছাড়া নড়াইলের কোনো নমুনা পরীক্ষা করা হয় নি।
এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, “বিভিন্ন জেলার সিভিল সার্জনদের থেকে যাদের শুধুমাত্র গুরুতর করোনা রোগী সন্দেহ করা হয়েছে তাদেরই পরীক্ষা করা হয়েছে গতকাল। সব নমুনা পরীক্ষা করার মত প্রয়োজনীয় সরঞ্জাম বিশ্ববিদ্যালয়ের নেই, তবে খুব দ্রুত সরঞ্জাম আসবে বলে আশা করছি।
উলেখ্য, গত (১৭ এপ্রিল) শুক্রবার থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়।
জহুরুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধিঃ
The post যশোরে ৮৬ নমুনার ১২ টি করোনা পজিটিভ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3apk33a
No comments:
Post a Comment