Monday, April 6, 2020

মোবাইলেও ফ্রি সেবা: করোনা ঝুঁকির মধ্যেও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন কলারোয়ার ডা: শফিকুল https://ift.tt/eA8V8J

করোনা ভাইরাসের উৎকন্ঠার মধ্যেও সতর্কতার মাধ্যমে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম।
হাসপাতালের নির্ধারিত ডিউটির পাশাপাশি অন্য সময়েও প্রাইভেট চেম্বারে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন তিঁনি।

করোনা ভাইরাসে টালমাটাল পুরো বিশ্ব। ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে আছেন সবাই। তেমনই ঝুঁকিতে চিকিৎসকসহ স্বাস্থ্যসেবীরা।

গত কয়েক দিন ধরে কলারোয়ার বিভিন্ন ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টারসহ প্রাইভেট চেম্বারে রোগী ও চিকিৎসকদের আনাগোনা কমে গেছে। এমনকি সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ও বহির্বিভাগে রোগী কমেছে।
আর এ সবকিছুই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সতর্কতা ও উৎকন্ঠার কারণে।

এরূপ অবস্থায় কোন কোন চিকিৎসক ঝুঁকি এড়াতে ও নিজের সুরক্ষার জন্য রোগী দেখা কমিয়ে দিয়েছেন অথবা সাময়িক স্থগিত রেখেছেন বলে জানা গেছে। ঠিক তখন ভিন্ন ও মহতী উদ্যোগ নিয়েছেন কলারোয়ার সন্তান ডাক্তার শফিকুল ইসলাম।

এ অবস্থাতেও তিঁনি নিয়মিত রোগী দেখছেন। এমনকি যেকোনো অসুস্থতার চিকিৎসা নিতে যারা সশরীরে আসতে পারছেন না কিংবা করোনার উপসর্গের অনুভূতি সংক্রান্ত চিকিৎসা নিতে নিজের মোবাইল ফোনে (০১৭৪২১৭৩৬৯৬) কল করলে বিনাপারিশ্রমিকে যেকোনো সময় চিকিৎসা পরামর্শ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে তিঁনি বলেন, ‘করোনা প্রতিরোধে সতর্কতা যেমন জরুরী তেমনি অন্য রোগের চিকিৎসা দেয়াও জরুরী। এছাড়া এই সময়ে জ্বর-সর্দি ফ্লু’র সময়। সুতরাং করোনার ভয়ে বসে না থেকে যেকোনো রোগের চিকিৎসা অব্যাহত রাখতে পারলেই তো আমরা মানুষের সেবায় শরীক হতে পারবো।’ আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি :

The post মোবাইলেও ফ্রি সেবা: করোনা ঝুঁকির মধ্যেও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন কলারোয়ার ডা: শফিকুল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aMKJM1

No comments:

Post a Comment