ঝিনাইদহেও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একসঙ্গে দুজন নতুন করোনা রোগী পাওয়া গেছে। এদের একজন নারী ও একজন পুরুষ। যাদের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। আক্রান্ত ওই নারীর বাড়ি সদর উপজেলার, আর পুরুষ রোগীটির বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলায়। তাঁরা দুজনই সম্প্রতি অন্য জেলা থেকে ঝিনাইদহে এসেছেন।
আজ শনিবার বেলা ১১ টায় ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সদর উপজেলায় যে নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে তিনি গত ২০ এপ্রিল ঢাকা থেকে ঝিনাইদহে আসেন। তাঁর স্বামীরও নমুনা পরীক্ষা করা হয়। তবে স্বামীর ফলাফল নেগেটিভ এসেছে।
সিভিল সার্জন জানান, কালীগঞ্জের পুরুষ রোগীটি এসেছেন মাদারীপুর থেকে। তাঁরা কোন অবস্থায় আছেন তা দ্রুত খোঁজ-খবর নিয়ে তাঁদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেলিনা বেগম বলেন, ঝিনাইদহ জেলা এতদিন করোনামুক্ত থাকলেও এখন রোগী শনাক্ত হওয়ায় জেলাকে লকডাউন করার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
The post ঝিনাইদহে প্রথম করোনা শনাক্ত, দুজনই অন্য জেলা থেকে আসা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3eRELMj
No comments:
Post a Comment