করোনাভাইরাস কেড়ে নিল পেরুর ১৭ পুলিশ কর্মকর্তার প্রাণ। লকডাউনে দায়িত্ব পালন করতে গিয়ে তারা কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছিলেন। দেশটির সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর সিএনএ।
প্রশান্ত মহাসাগরঘেঁষা দক্ষিণ আমেরিকার আকারে ছোট দেশ পেরুর রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আন্দিনার বরাত দিয়ে সিএনএর খবরে বলা হয়েছে, পেরুর অন্তত ১ হাজার ৩০০ পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত। এদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জনই রাজধানী লিমায় মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে– পেরুতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ৭০০। পরিস্থিতি মোকাবেলায় ১৬ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। ২ লাখ ২০ হাজার মানুষের করোনা টেস্ট করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে কর্তৃপক্ষ জানিয়েছিল, লকডাউনে দায়িত্বপালন করতে গিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে দেশটির অন্তত ১ হাজার ৩০০ জন পুলিশ অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন।
একদিন আগে দায়িত্ব নেয়া পেরুর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী গাস্তন রদ্রিগেস শনিবার বলেন, দেশজুড়ে আমরা ১৭ পুলিশ অফিসারকে হারিয়েছে। তাদের মধ্যে ১১ জন লিমার।
পেরু পুলিশের জন্য মাস্ক ও গ্লাভস কিনতে সরকার দেড় কোটি ডলার বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন রদ্রিগেস। তিনি বলেন, তাদের দেখভাল করা নিয়ে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। পুলিশ বাহিনী অবশ্যই সুসজ্জিত করা হবে।
The post কোভিড ১৯-এ পেরুর ১৭ পুলিশ কর্মকর্তার মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2VEJ9XJ
No comments:
Post a Comment