Wednesday, April 8, 2020

করোনাকে সমকামীদের ওপর গজব বলা ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী নিজেই আক্রান্ত https://ift.tt/eA8V8J

করোনা ভাইরাসকে সমকামীদের জন্য ঈশ্বরের শাস্তি বলে মন্তব্য করা ইসরাইলির স্বাস্থ্যমন্ত্রী ইয়াকব লিতজম্যান নিজেই এবার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দেশটিতে কট্টোর সমকামিতাবিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এমনকি করোনা ভাইরাস যখন বিশ্বজুড়ে মহামারি সৃষ্টি করে তখন তিনি একে সমকামীদের ধ্বংসে ঈশ্বরের শাস্তি বলে প্রচারের চেষ্টা করেছেন। তবে নিজের মন্ত্রণালয় কর্তৃক প্রচারিত নিয়ম না মানার কারণে তার বিরুদ্ধে অভিযোগও আনা হয়েছে। তিনি বর্তমানে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। গোঁড়া ইহুদি হওয়ার কারণে ইয়াকব নিজ বাসায় ইন্টারনেট ব্যবহার করতেন না। তবে তার করোনা ধরা পড়ার পরে মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাই সেলফ-আইসোলেশনে রয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে তার বাড়িতে ইন্টারনেট কানেকশনসহ কম্পিউটার বসিয়ে দিয়ে যায়।

আক্রান্ত ইয়াকব লিতজম্যানের বয়স ৭১ বছর। তিনি অত্যন্ত গোঁড়া ও রক্ষণশীল ধারার রাজনীতি করেন। বিভিন্ন সময়ে সমকামিদের প্রতি ঘৃণা ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে তার করোনা আক্রান্তের খবর ইসরাইলে ব্যাপক আলোচিত হচ্ছে, কারণ তিনিই দেশটির উচ্চ পর্যায় থেকে আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তি। তাছাড়া তিনি আক্রান্ত হয়েছেন, ইহুদিদের একটি ধর্মীয় সভায় অংশ নেয়ার সময়। তার নিজের মন্ত্রণালয়ই ইসরাইলজুড়ে সব ধরণের ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করেছিল। ইয়াকবের কাছ থেকে করোনা সংক্রমিত হয়েছে এই আশঙ্কা থেকে সেলফ আইসোলেশনে রয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এছাড়া, আরো আইসোলেশনে আছেন, গোয়েন্দা সংস্থা  মোসাদের পরিচালক ইয়োসি কোহেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন-শাব্বাত।

The post করোনাকে সমকামীদের ওপর গজব বলা ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী নিজেই আক্রান্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2JQ40k8

No comments:

Post a Comment