Sunday, April 5, 2020

পরিবহন সংকটে কাগজসহ প্রেস সরঞ্জাম না আসায় সাময়িক বন্ধ হতে পারে দৈনিক পত্রদূত https://ift.tt/eA8V8J

পরিবহন সংকটের মুখে রাজধানী ঢাকা থেকে কাগজসহ প্রেস সরঞ্জাম না আসার কারণে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকার সংবাদপত্র প্রকাশ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জেলা থেকে প্রকাশিত অনেক সংবাদপত্র কাগজ সংকটে রয়েছে। রাজধানী ঢাকার কাগজ ও সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও সমস্যার সমাধান করা যাচ্ছে না। পরিবহন সংকটের কারণে তাই যেকোন সময় সাময়িক বন্ধ হতে পারে দৈনিক পত্রদূত পত্রিকার প্রিন্ট সংস্করণ। এদিকে করোনা পরিস্থিতিতে যশোরের সব পত্রিকা এবং খুলনার অনেক পত্রিকার প্রিন্ট সংস্করণ সাময়িক বন্ধ রয়েছে। এছাড়া পরিবহন সংকটের কারণে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ পত্রিকা জেলায় আসছে না। তবে দৈনিক পত্রদূতের প্রিন্ট সংস্করণ সাময়িক বন্ধ থাকলেও অনলাইন সংস্করণ নিয়মিত চালু থাকবে। তাই নিয়মিত আপডেট খবর পেতে https://patradoot.net/ এর সাথেই থাকুন। করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুরক্ষিত থাকুন। পত্রদূত রিপোর্ট:

The post পরিবহন সংকটে কাগজসহ প্রেস সরঞ্জাম না আসায় সাময়িক বন্ধ হতে পারে দৈনিক পত্রদূত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2JHvxnC

No comments:

Post a Comment