Sunday, April 5, 2020

গ্রাম পুলিশ বটে ! https://ift.tt/eA8V8J

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ বকচর গ্রামের ইউনুচ আলী সরদারের ছেলে নুরুজ্জামান বেপরোয়া হয়ে উঠেছে।

রবিবার বিকালে ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে সংবাদিক তোষিকে কাইফুর সাথে কথা কাটাকাটির ভিডিও থেকে তার আসল চরিত্র বেরিয়ে এসেছে। ভিডিওতে দেখা গেছে গ্রামপুলিশ নুরুজ্জামান সাংবাদিক তোষিকে কাইফুর সঙ্গে চরম খারাপ ব্যবহার করার পাশাপাশি তাকে মারার জন্য উদ্যত হচ্ছেন। বারবার তার দিকে তেড়ে আসছেন গ্রাম পুলিশ নুরুজ্জামান। এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা আলাউদ্দিন লাকি বলেন, গ্রাম পুলিশ নুরুজ্জামান একজন দারোগার চেয়ে বেশি পাওয়ার নিয়ে এলাকার চলাফেরা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, বিষয়টি আমাকে ফোনে জানানো হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে থাকলে আশাশুনি থানা অফিসার ইনচার্জকে লিখিত অভিযোগ করার কথা বলেছি। আশাশুনি উপজেলায় কর্মরত সাংবাদিক ও সচেতন সমাজ বিষয়টির তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। আশাশুনি সংবাদদাতা:

https://ift.tt/34ayAy2

The post গ্রাম পুলিশ বটে ! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2JHxznK

No comments:

Post a Comment