Saturday, April 25, 2020

মানছেনা সামাজিক দূরত্ব, হরহামেশায় বিক্রি করছে দোকানদারেরা! https://ift.tt/eA8V8J

নেই কোনো সামাজিক দূরত্ব,নেই কোনো সচেতনতা। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি থাকা সত্ত্বেও সরকারের নির্দেশনা উপক্ষো করে ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত না করেই অহরহ বিক্রি হচ্ছে সবজি, কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

সরেজমিনে গিয়ে দেখা যায় সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত না করেই বিক্রি হচ্ছে দ্রব্যাদি। জেলা শহর বা গ্রাম প্রায় সব জায়গায় একই অবস্থা বিরাজ করছে। সুলতানপুর বড়বাজার, কদমতলা, পাটকেলঘাটা, ধানদিয়া মৌলভী বাজার, নগরঘাটা পোড়ারবাজার সহ বিভিন্ন মুদি দোকান, মাছের হাট, সবজি কাঁচামাল , গরুর মাংস, মুরগী হাটে মানছেনা কেউ সামাজিক দূরত্ব। এমনকি অধিকাংশ ব্যবসায়ীরা হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও নূন্যতম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই সামাজিক দূরত্ব বজায় না মেনে ঠেলাঠেলির মধ্য দিয়ে দাঁড়ানো মানুষের মাঝে খাদ্যপণ্য -মালামাল বিক্রি করছেন।

শহুরে সচেতনতা অনেকটা বৃদ্ধি পেলেও গ্রামে বাড়েনি ততটা সচেতনতা। সাতক্ষীরা জেলা এখনো পর্যন্ত করোনা নেগেটিভ থাকলেও এসব কারনে কতক্ষণ নেগেটিভ থাকবে সেটি মুখ্য বিষয়।তাই গ্রামেও যাতে মোবাইল কোর্ট এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি সচেতন মহলের দাবি।

The post মানছেনা সামাজিক দূরত্ব, হরহামেশায় বিক্রি করছে দোকানদারেরা! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cL6JaN

No comments:

Post a Comment