Saturday, April 25, 2020

কলারোয়ার সোনাবাড়ীয়া প্রভাতী সংঘের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

কলারোয়ার সোনাবাড়ীয়া প্রভাতী সংঘের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে
খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল সংলগ্ন প্রভাতী
সংঘের কার্যালয় থেকে ৭৫টি পরিবারের মাঝে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- আটা, আলু, ডাল ও তেল।

এসময় প্রভাতী সংঘের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার বলেন, আমরা ক্লাবের দায়িত্ব
গ্রহণের পর থেকে নানা সামাজিক সেবামূলক কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায়
করোনার সংকটকালীন মুহূর্তে আজকের এই খাদ্যসামগ্রী বিতরণ। তাছাড়া বিভিন্ন
সময়ে ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যুব সমাজকে নানা
অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে আমরা দৃঢ় প্রত্যয়ে কাজ করছি।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য
পরিষদের কলারোয়া উপজেলা সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, স্থানীয় ইউপি
সদস্য নূরুল ইসলাম, আনারুল ইসলাম, প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক এস.এম
শরীফুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন- প্রভাতী সংঘের কোষাধ্যক্ষ আলমগীর কবীর, ক্রীড়া
সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার প্রমূখ।

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি :

The post কলারোয়ার সোনাবাড়ীয়া প্রভাতী সংঘের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VYBX7A

No comments:

Post a Comment