Sunday, April 26, 2020

ইফতারের অর্থ সংগ্রহ করে খাদ্য সহায়তা প্রদান https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় বায়তুল ফালাহ্ জামে মসজিদ কমিটির উদ্যোগে এলাকাবাসীর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। রোববার সকালে বায়তুল ফালাহ্ জামে মসজিদ’র উপদেষ্টা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। অধ্যক্ষ আবু আহমেদ বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের ফলে এবছর আমরা মসজিদের ইফতার ফান্ডের সংগৃহিত টাকা দিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। আমরা চাই সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে করোনা মোকাবেলা কিছুটা হলেও সহজ হবে।’ এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আমজাদ হোসেন, আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা আমাদের সাতক্ষীরার নির্বাহী পরিচালক আব্দুর রহমান, সহকারী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, শওকত হোসেন, সাদ্দাম, হারুন, ফারুক, মাসুদ, খলিলুর রহমান, অলি, গোবিন্দ, স্বপন হালদার প্রমুখ।
এসময় স্থানীয়রা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এই উদ্যোগটি ফলপ্রসু। প্রতিটি মসজিদের উদ্যোগে এ ধরনের কার্যক্রম শুরু করলে এলাকাবাসী উপকৃত হবে। করোনা ভাইরাসের কর্মহীন মানুষের খাদ্য সংকট হয়ে পড়েছে। মসজিদের উদ্যোগে প্রতিটি এলাকায় যদি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়, তাহলে খাদ্য সামগ্রী সঠিকভাবে বন্ঠণ হবে বলে মনে করছেন তারা।’ অনলাইন ডেস্ক:

The post ইফতারের অর্থ সংগ্রহ করে খাদ্য সহায়তা প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VTjGZq

No comments:

Post a Comment