Sunday, April 26, 2020

কৈখালীতে পাউবোর বাধ সংস্কারে বালি উত্তোলন: শ্রমিকদের জরিমানা করায় কাজ বন্ধ https://ift.tt/eA8V8J

সুন্দরবন সংলগ্ন গোলাখালী নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত শনিবার বিকালে পাঁচ শ্রমিককে ৫০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে। শ্রমিকদের দন্ড প্রদানসহ বালু উত্তোলন বন্ধ হওয়ায় ৫ নং পোল্ডারের উপকুল রক্ষা বাঁধের জরুরী সংস্কার কাজে অস্বীকৃতি জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
সুত্র মতে কৈখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন অংশের উপকুল রক্ষা বাঁধের (৫ নং পোল্ডার) ভাঙন রোধে প্রায় দুইশ বিশ মিটার জায়গাজুড়ে জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত নেয় পানি উন্নয়ন বোর্ড। কার্যাদেশ অনুযায়ী মেসার্স রাফিদ এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানের শ্রমিকরা শনিবার থেকে ভাঙন কবলিত অংশে বালু ভর্তি ব্যাগ ফেলার কাজ শুরু করে।
জানা গেছে সীমান্তবর্তী কালিন্দি নদী থেকে বালু উত্তোলনের সুযোগ না থাকায় শ্রমিকরা জিও ব্যাগ ভরতে পাশর্^বর্তী বাংলাদেশের অন্তর্গত গোলাখালী নদী থেকে বালু উত্তোলন করছিল। একপর্যায়ে দুপুরের দিকে পাশর্^বর্তী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌছে বালু উত্তোলনের সাথে জড়িত সাইদুরসহ পাঁচ শ্রমিককে আটক করে। পরবর্তীতে বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কশিনার (ভূমি) ঘটনাস্থলে যেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
এদিকে বালু উত্তোলন বন্ধ হওয়াসহ শ্রমিকদের জরিমানার ঘটনায় ক্ষুব্ধ ঠিকাদারী প্রতিষ্ঠানটি কৈখালী বিজিবি ক্যাম্প এলাকার ভাঙন রোধের কাজে অনীহা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের প্রধান রফিকুল ইসলাম জানায় আশপাশে বালু মহাল না থাকায় গোলাখালী নদীর বালু নিয়ে বিজিবি ক্যাম্পসহ আশপাশের এলাকার সুরক্ষায় বাঁধ মেরামত করতে চেয়েছিলেন। কিন্তু পাশর্^বর্তী কোথাও বালু মহাল না থাকায় তারা ভাঙন কবলিত অংশ হওয়া সত্ত্বেও সেখানে কাজ করতে আগ্রহী নয়।
এবিষয়ে সাতক্ষীরা পওর বিভাগ-১ এর ৫ নং পোল্ডারের দায়িত্বে থাকা সেকশন অফিসার মাসুদ রানা জানান, গোলাখালী নদী থেকে বালু উত্তোলন করতে যেয়ে বাধা পেয়ে কাজে অনীহা প্রকাশ করেছে ঠিকাদার। বিজিবি ক্যাম্পসহ তদসংলগ্ন অংশের ভাঙন রোধে আসন্ন বর্সা মৌসুমের আগেই সংস্কার কাজ সম্পন্ন করার কোন বিকল্প নেই। বিষয়টি ইতিমধ্যে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি:

The post কৈখালীতে পাউবোর বাধ সংস্কারে বালি উত্তোলন: শ্রমিকদের জরিমানা করায় কাজ বন্ধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cRlfOv

No comments:

Post a Comment