Friday, April 24, 2020

ওমান থেকে ফিরলেন ২৮৮ বাংলাদেশি https://ift.tt/eA8V8J

ওমান থেকে ২৮৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। ওমান এয়ারের একটি ফ্লাইটে করে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে ভারতে চলমান লকডাউনের ফলে আটকেপড়া ৩৩২ বাংলাদেশিকে নয়াদিল্লি ও চেন্নাই থেকে দুটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকার গত বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে বসবাসরত চার হাজার ৪২২ বিদেশিকে তাঁদের নিজ নিজ দেশে প্রত্যাবাসনের সুযোগ করে দিয়েছে।

এ ছাড়া মহামারি করোনাভাইরাস সংকটের সময় বিভিন্ন দেশে আটকেপড়া দুই হাজারের বেশি বাংলাদেশিকে দেশে ফেরত আনারও ব্যবস্থা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, নেপাল, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান ও তুরস্ক। এসব দেশে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে ছিলেন তীর্থযাত্রী, শিক্ষার্থী, পর্যটক, ব্যবসায়ী, রোগী ও রোগীর সঙ্গে যাওয়া স্বজনরা।

The post ওমান থেকে ফিরলেন ২৮৮ বাংলাদেশি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2yE9xIf

No comments:

Post a Comment