Friday, April 24, 2020

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত দুই নার্স জমজ বোনের মৃত্যু https://ift.tt/eA8V8J

কেটি ও এমা

যুক্তরাজ্যে মাত্র তিনদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কেটি ও এমা নামের দুই জমজ বোন। দুইজনই নার্স হিসেবে কাজ করতেন। করোনা মহামারিতে এখন পর্যন্ত দেশটিতে ৫০ জন নার্সের মৃত্যু হয়েছে।  

কেটি ডেভিস ২১শে এপ্রিল ব্রিটেনের সাউদাম্পটন জেনারেল হাসপাতালে মারা যান। এরপর একই হাসপাতালে ২৪শে এপ্রিল মৃত্যু হয় এমার। কেটি কাজ করতেন সাউদাম্পটন শিশু হাসপাতালে। সেখানে ২০১৩ সাল পর্যন্ত ৯ বছর কাজ করছেন এমা।  

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই তাদের অবস্থা অবনতি হচ্ছিল। তারা দুইজনেই জীবনের বেশিরভাগ সময় রোগীদের সেবায় কাটিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন সহকর্মীরা। 

The post যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত দুই নার্স জমজ বোনের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eZln0e

No comments:

Post a Comment