খুলনা বিভাগে ২৪ ঘন্টায় আরও ১৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। আর মেহেরপুর জেলায় ১ জন মারা গেছেন। এ নিয়ে এ পর্যন্ত খুলনা বিভাগে করোনায় ৩৬ জন আক্রান্ত হল। আর ২ জনের মৃত্যু হল।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘন্টায় বিভাগের খুলনায় ২ জন, যশোরে ১ জন, মাগুরায় ১ জন, কুস্টিয়ায় ৩ জন ও মেহেরপুরে ১ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এ ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত একজন মারা গেছে। পাশাপাশি ২৪ ঘন্টায় এ বিভাগে ৮৩১ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এর মধ্যে ২৮৩ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর ৬৯২ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। আর আইসোলেশনে নেয়া হয়েছে ৪ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১২ জনকে।
তিনি আরও জানান, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ৩৬ জন করোনা পজিটিভ সনাক্ত ও ২ জনের মত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন আক্রান্ত ও ১ জন মৃত নিয়ে শীর্ষে খুলনা জেলা। মেহেরপুর জেলায় ২ জন আক্রান্তের ১ জন মারা গেছে। পাশাপশি চুয়াডাঙ্গায়ও ৭ আক্রান্ত হয়েছেন। আর নড়াইলে ৬ জন, যশোরে ৬ জন, কুস্টিয়ায় ৫ জন, বাগেরহাটে ১ জন, মাগুরায় ১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এ বিভাগে এ পর্যন্ত ২৩ হাজার ৪৬৫ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৩৪ জনকে রাখা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর কোয়ারেন্টিন থেকে ১৬ হাজার ৪৬৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়াও ১৪৭ জনকে আইসোলেশনে রাখা হয়। আর আইসোলেশন থেকে ১২৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
The post খুলনা বিভাগের ৮ জেলায় ছড়িয়ে পড়েছে করোনা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3avoE3X
No comments:
Post a Comment