Thursday, April 23, 2020

ডাঃ রুহুল হক এমপি’র পক্ষে আশাশুনির বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত https://ift.tt/eA8V8J

আশাশুনিতে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডঃ আফম রুহুল হক এর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৯টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল।
মোবাইল কনফারেন্সের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকট মোকাবেলায় দেশবাসীকে সচেতন করার লক্ষ্যে দিন-রাত কাজ করে যাচ্ছি। এ সংকটময় মুহূর্তে অসহায় মানুষ যাতে খাদ্য সংকটে না পড়ে এ জন্য আমরা বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। খাদ্য সামগ্রী বিতরণকালে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ঘাতক ভাইরাস করোনা থেকে নিজেকে, নিজের পরিবার তথা দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে সচেতনতা অবলম্বন করে ঘরে থাকতে হবে। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারলে আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো। খাদ্য সামগ্রী বিতরণকালে প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রতাপনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল বারিক, আ.লীগ নেতা মৃনাল সরকার, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক বি এম আলাউদ্দিন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, কোহিনুর বাবু, সদস্যা লিপিকা খাতুন, সুফিয়া খাতুন, ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান, কামাল হোসেন প্রমুখ। অনলাইন ডেস্ক:

The post ডাঃ রুহুল হক এমপি’র পক্ষে আশাশুনির বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2yEUNbU

No comments:

Post a Comment