Saturday, April 25, 2020

করোনা প্রাদুর্ভাবেও থেমে নেই কলারোয়ায় মাদক সেবনকারীদের প্রাদুর্ভাব!! https://ift.tt/eA8V8J

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও থেমে নেই কলারোয়ায় মাদক সেবনকারীদের
প্রাদুর্ভাব।
উপজেলার সীমান্তবর্তী এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সেবনকারীদের
প্রাদুর্ভাবের জ্বালায় রীতিমত অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।
মাদক খাওয়ার কয়েকটি স্পট ছাড়াও বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা
ফেনসিডিলের খালি বোতলের দৃশ্য দেখলে যেকেউ বুঝতে পারবেন যে, মাদকসেবীদের
লাগামহীন আনাগোনার বিষয়টি। আর সেই সাথে মাদক ব্যবসায়ীরাও যে হাত-পা
গুটিয়ে বসে নেই বরং মুখোশ পড়ে মাদক ব্যবসা বৃদ্ধি করেছে সেটাও অনুমেয়।
উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভূক্তভোগি
জানিয়েছেন- ‘তাদের বাড়ির পাশে কিংবা পার্শ্ববর্তী এলাকায় ফেনসিখোর’রা
(ফেনসিডিল সেবনকারী) নিয়মিত ফেনসিডিল খেয়ে পরিবেশ নষ্ট করছে। স্থানীয়
কয়েকজন ফেনসিডিল ব্যবসা করে থাকে। এছাড়া মাদক ব্যবসা করবে না বলে যারা এর
পূর্বে পুলিশের কাছে আত্মসমর্পন করেছিলো তারা এখনো এ কাজে জড়িত।’
তারা জানিয়েছেন- ‘এলাকায় কারা মাদক ব্যবসা করে আর কারা নিয়মিত সেবন করে
তাদের নামা আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ তদন্ত করলেই বেরিয়ে আসবে।’
ভূক্তভোগিরা জানিয়েছেন- ‘সন্ধ্যার পর মাদকের আড্ডা খানায় পরিণত হচ্ছে
চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের নিকটে বৈদ্যদের আম বাগান, গয়ড়া জি.আর
বালিকা দাখিল মাদরাসা চত্বর, কলেজ মোড় এলাকা, রামভদ্রপুর ওয়াদুদ মেম্বরের
বাড়ির মোড়, ময়নাকুড়া, বটতলা এলাকা। এখানে পড়ে থাকতে দেখা যায় বিভিন্ন
ধরনের মাদকের খালি বোতল ও মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জাম। এ কারণে এলাকার
পরিবেশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে- উপজেলার সীমান্তবর্তী এলাকার চোরাকারবারী
সিন্ডিকেট মূলত মাদক ব্যবসা ও মাদক আনা-নেয়ার কাজে প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে
জড়িত। সীমান্ত এলাকায় কিছু ব্যক্তিদের পরিপূর্ণ পেশা চোরাকারবারী,
রীতিমতো তারা অফিস খুলে বসে থাকে। করোনা ভাইরাসের মধ্যেও তাদের
ফেনসিডিলসহ অন্যান্য মাদক ব্যবসা থেমে নেই। স্থানীয়রা অনেকেই সবকিছু
জানলেও বিভিন্ন চাপে ও কারণে সহসা মুখ খুলতে চান না। ফলে মাদক ব্যবসায়ী ও
সেবনকারীদের দৌরাত্বে ভুগতে হচ্ছে সাধারণ মানুষদেরই।
এরূপ দৃশ্য উপজেলার অন্যান্য সীমান্ত এলাকাতেও।
দিনরাত মাদক ব্যবসা আর মাদক সেবনকারীদের আনাগোনায় বিপর্যস্থ স্থানীয়
এলাকাবাসীর দাবি- সংশ্লিষ্ট প্রশাসন আশু ব্যবস্থা গ্রহণপূর্বক এলাকার
পরিবেশ রক্ষা করতে ভূমিকা পালন করবে।

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি :

The post করোনা প্রাদুর্ভাবেও থেমে নেই কলারোয়ায় মাদক সেবনকারীদের প্রাদুর্ভাব!! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2S7d8oP

No comments:

Post a Comment