Saturday, April 25, 2020

দেবহাটায় রাফসান গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার দেবহাটায় বর্তমান করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে থাকা উপজেলার পাঁচটি ইউনিয়নের কর্মহীন, গৃহবন্দি ও হতদরিদ্র পাঁচশত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে রাফসান গ্রুপ।
বৃহষ্পতিবার বেলা ১১টায় রাফসান গ্রুপের আয়োজনে দেবহাটার সেকেন্দ্রা মোড় সংলঘ্ন রাফসান ব্রিকসে পাঁচ ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মহীন, গৃহবন্দি ও হতদরিদ্র পাঁচশত পরিবারকে দশ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্য তেল, আধাকেজি খেজুর ও একটি করে সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা মুনসুর আহমেদ এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
রাফসান গ্রুপের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবু হাসানের সভাপতিত্বে এবং ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব আব্দুল কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দেবহাটা ব্যুরো:

The post দেবহাটায় রাফসান গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2W03wNZ

No comments:

Post a Comment