Sunday, May 31, 2020

শ্যামনগরে বিদ্যুতের তার ছিড়ে নিহত-১, আহত-২ https://ift.tt/eA8V8J

শ্যামনগরে বিদ্যুতের তারে জড়িয়ে আল-আমিন (৩২) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে মুজিবর রহমান গাজীর পুত্র। এ ঘটনায় একই গ্রামে একই গ্রামে আনিছুর গাজীর ছেলে ফয়সাল (১২) এবং সফিকুল সরদারের ছেলে সুমন (৯) মারাত্মক আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী নিহতের মামা আইয়ুব আলী জানান, ফয়সাল ও সুমন বাড়ি সংলগ্ন মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ পল্লী বিদ্যুতের তার ছিড়ে মাঠে পড়ে উভয়ে বিদ্যুতায়িত হয়। এ ঘটনা আল-আমিন দেখতে পেয়ে তাদের উদ্ধার করতে যেয়ে নিজেও তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পার্শ্ববর্তীরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আল-আমিন কে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক নিশ্চিত করেন মৃত্যু ঘোষণা করেন এবং আহত ফয়সাল ও সুমনের অবস্থা আশংকাজনক বলে জানান।

শ্যামনগর (সদর) প্রতিনিধি:

The post শ্যামনগরে বিদ্যুতের তার ছিড়ে নিহত-১, আহত-২ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2MiAx3e

No comments:

Post a Comment