আশাশুনি উপজেলার ভাঙ্গনকবলিত বাঁধ মেরামতের জন্য দিন রাত অবিরাম ভাবে কাজ করে চলেছেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিগত ২১/৫/২০ তারিখে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পান উপকূলে আঘাত হানার পরে বেড়িবাঁধ ভেঙে যায়। সেই রাত থেকে তিনি সকল মানুষকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চাপড়া বাঁধ মেরামত ও আশাশুনি উপজেলা সদর রক্ষার জন্য রিং বাঁধের ব্যবস্থা করেন। এরপর তিনি ছুটে যান প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের সীমান্তবর্তী হাজরাখালী, হিজলিয়া গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙ্গন কবলিত বাঁধ মেরামতের জন্য কাজ করে চলেছেন। এ প্রতিবেদককে এবিএম মোস্তাকিম বলেন ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ভাঙ্গন কবলিত বাঁধ মেরামতের জন্য আমি দল ও মতের ঊর্ধ্বে থেকে সকলকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি এবং ছোট ছোট পাতগুলো স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করতে পেরেছি। কিন্তু আশাশুনি সদরের দয়ারঘাট শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া, হাজরাখালী, চাকলা ওয়াপদা বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আটকানো সম্ভব নয়। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে যাতে দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ করা যায় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি। বেড়িবাঁধ ভাঙ্গনের ফলে এলাকার মানুষ যেমন ঘরছাড়া হয়েছে তেমনি মৎস্য ঘের প্লাবিত হয়ে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এ সময় শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আব্দুস সামাদ বাচ্চু, (আশাশুনি):
The post বাঁধ মেরামতে দিন রাত কাজ করে চলেছেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3caSNGA
No comments:
Post a Comment