গোলাম রসুল
এতরাতে নৌকার আত্মার মতো কিছু একটা ভেসে চলে গেলো
আর মেঘের জলাভূমিতে দাঁড়িয়ে আমি পান করছি জলের নৈঃশব্দ্য
ভয়ে কাঁপছে শূন্যের সেই মূর্তি
রক্তের খরস্রোত থেমে দাঁড়িয়েছে ফাঁকা মাঠের একটি নলকূপের মতো
একটি নক্ষত্র একটি ঠিকানা
অসমাপ্ত লেখা
পৃথিবী কাগজের টুকরো
আকাশে পুড়ছে স্বর্ণ মুদ্রা
মনুষ্য জাতির অসুখ
সারবে না জেনে
আড়ষ্ট চোখে ঘুমিয়ে আছে মানুষ
এখন অনেক রাত
কিছুর একটা অস্তিত্বের মতো
আমি অচেনা
একজন মানুষের খোঁজে
আবদুস শুকুর খান
পৃথিবী ভর্তি মানুষ,কিন্তু প্রকৃত মানুষ ক’জন?
আমি সেই মানুষের খোঁজে ফিরি,দেশ-দেশান্তরে!
যে মানুষ পৃথিবীর দুর্দিনে,অতি মারির সময়ে,
জাতি-দাঙ্গার ভয়ঙ্কর মুহূর্তে
বিবর্ণ মানুষের পাশে অতি-মানুষ হয়ে দাঁড়াবে।
ভালৌবসায়,প্রেমে মানুষের দিকে বাড়িয়ে দেবে শুশ্রূষার হাত
প্রাণের উত্তাপ ঢেলে বলবে,-এসো অস্পৃশ্য,অশুচি যতো,এসো ক্ষুধার্ত,কাঙাল ,আহত যতো নির্ভয়ে এসো–হাতে রাখো হাত,
উচ্চ কণ্ঠে বলো-এই মাটিতে জন্ম, এ-মাটি আমাদের।
এসো,অন্ধকার বুকে জ্যোৎস্নার মতো শুভ্রতা নিয়ে এসো
এক মানুষ খুঁজছি, মানুষ
ধর্মে নয় কর্মে,ত্যাগে,প্রেমে,ভালোবাসায়,মানবতার জ্যোৎস্না হয়ে
হাজার বৈষম্যের মাঝে ত্রাতার ভূমিকা নিয়ে
মানুষ হয়ে সেবার ব্রতে মানুষের জন্য উসর্গ করবেন জীবন।
একজন মানুষ খুঁজছি,মানুষ।
যিনি ধর্মে নয় কর্মে,প্রেমে,মানবতার আলোকে
বিপন্নের কাছে নতুন সূর্য এনে দেবেন।
একজন মানুষ খুঁজছি,মানুষ।
যিনি পরম পূজ্য হয়ে থাকবেন অনন্য পৃথিবীতে ।
একজন মানুষ…
The post একটি নক্ষত্র একটি ঠিকানা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3eC4JCz
No comments:
Post a Comment