Sunday, May 31, 2020

আশাশুনি বাঁধ নির্মাণ কাজের তদারকি করছেন চেয়ারম্যান এবিএম মোস্তাকিম https://ift.tt/eA8V8J

আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের জেলেখালি ও দয়ারঘাটের ভাঙ্গন কবলিত বাঁধ নির্মাণ কাজের তদারকি ও শ্রমিকদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। রবিবার সকালে তিনি এ বেড়ি বাঁধ নির্মাণ কাজের তদারকি করেন। বাঁধ নির্মাণ কাজের তদারকির সময় তিনি বলেন জেলেখালির নিমতলা থেকে দয়াটঘাট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ওয়াপদা যদি মেরামত করা না হয় তাহলে আগামী পূর্ণিমায় এই বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। তিনি বলেন, আমি স্থানীয় চেয়ারম্যান ও সাধারণ মানুষকে সাথে নিয়ে সরকারি অনুদান ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ রক্ষার্থে কাজ করে যাচ্ছি। এই এলাকার মানুষের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে টেকসই ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ। আশাশুনি উপজেলায় সর্বমোট ১০০ কিলোমিটার ওয়াপদা টেকসই বাঁধ নির্মাণ করা হলে মানুষ নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা পাবে। মানুষ ত্রাণ চায়না টেকসই বাঁধ চায়। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু দপ্তর সম্পাদক জগদিস সানা যুবলীগ নেতা সাহেব আলী প্রমুখ।

আশাশুনি সংবাদদাতা:

The post আশাশুনি বাঁধ নির্মাণ কাজের তদারকি করছেন চেয়ারম্যান এবিএম মোস্তাকিম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gEkyKX

No comments:

Post a Comment