Sunday, May 31, 2020

লালফিতে ফুল/ মামুন সুলতান https://ift.tt/eA8V8J

পাখির নোলকে বাঁধি খড়কুটো নয় লালফিতে
তোমার ঠিকানায় যাবে সে হলুদ পাখি
পশ্চিম ভিটায় তুমি নীল সিঁড়িতে দাঁড়ালে
তেতুল তলায় পাবে এক জোড়া লালফিতে

মেঘের বিকেল রঙে সেজে এসো রঙধনু পায়
দীঘল চুলের বেণী ছড়িয়ে দিয়ো বুকের কুসুমে
রক্তজবার মতোন ফোটে যেনো লালফিতে ফুল।

বৃষ্টি বাদলের দিনে কদম্ব শাখার ফুলে
নরম পাপড়ি পাতায় মেঘের অক্ষরে লিখে দেবো
পাঁজর ভাঙার গান।

তোমার নীল শাড়িতে এঁকে দেবো রাতের ভাষা
জ্যোৎস্না দীঘির জলে এঁকে দেবো তোমার ছবি
শানবাঁধানো ঘাটে যেখানে বসবো আমরা দুজন
নীরব রাতে কেবল পরিদের মতো ভেসে বেড়াবে
আমাদের কোলাহল।

ওই দ্যাখো পাখি আসছে
তার ঠোঁটে লাল ফিতে চুলের ভূষণ
দীঘল চুলের মতো আমাকেও বেঁধে রেখো
লাল ফিতার বেণীতে।

The post লালফিতে ফুল/ মামুন সুলতান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XL0Cxp

No comments:

Post a Comment