Thursday, May 28, 2020

পল্লি বিদ্যুতের সংস্কার কাজের নির্দেশনা দিচ্ছেন ডিজিএম নিজেই https://ift.tt/eA8V8J


সুপার সাইক্লোন আম্পানে সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির ক্ষতিগ্রস্থ গাছপালা অপসারণ, ভেঙেপড়া খুঁটি ও তার লাগানো কাজে উপস্থিত থেকে নির্দেশনা দিচ্ছেন স্বয়ং ডিজিএম।
গত বুধবার ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম পঙ্কজ শিকদার নিজেই ব্যাপক আগরদাঁড়ী অঞ্চলে উপস্থিত থেকে সংস্কার কাজের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, তারের উপর বড় বড় গাছ পড়ে আছে। এমনকি প্রত্যেকটি তার ছিড়ে গিয়েছে। বড় বড় পোল ভেঙে গিয়েছে। শুধুমাত্র ঝাউডাঙ্গা জোনের অধিনে বিভিন্ন সাইজের ১৩২টির অধিক পোল ভেঙে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে দু-এক দিনের মধ্যে মেইন লাইনে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। কিন্তু সব কাজ শেষ করতে প্রায় একমাস সময় লাগবে।
উল্লেখ্য, সুপার সাইক্লোন আম্পানে ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার একটি সংবাদ গত ২৬ মে দৈনিক পত্রদূত পত্রিকার অনলাইনে প্রকাশিত হয়। বর্তমানে অন্ধকারাচ্ছন্ন রয়েছে সীমান্ত অঞ্চল। আজ নয়দিন অতিবাহিত হলো। অন্ধকারে রয়েছে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী, বাঁশদহা, বৈকারি, কুশখালি ও ভোমরা ইউনিয়নসহ সীমান্তাঞ্চলের মানুষ।সাখাওয়াত উল্যাহ:

The post পল্লি বিদ্যুতের সংস্কার কাজের নির্দেশনা দিচ্ছেন ডিজিএম নিজেই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2AlDrl2

No comments:

Post a Comment