Thursday, May 28, 2020

করোনায় প্রাণ হারালেন ঈশ্বরদীর জাসদ সভাপতি বাচ্চু https://ift.tt/eA8V8J

করোনায় মারা গেলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক জিএস বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮)।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

গোলাম মোস্তফা বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের খলিলের মোড় এলাকার বাসিন্দা।

তার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

জাসদ নেতা রশিদুল আলম বাবু জানান, গোলাম মোস্তফা বাচ্চু গত ৫ মে কিডনি, হার্ট, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ১১ মে রাতে করোনা নমুনা পরীক্ষা করা হলে তার ফল পজিটিভ আসে। পরে তাকে ঢাকা কুর্মিটোলা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

The post করোনায় প্রাণ হারালেন ঈশ্বরদীর জাসদ সভাপতি বাচ্চু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2X6YwZI

No comments:

Post a Comment