Friday, May 29, 2020

আনসারের ৩১৬ সদস্য করোনায় আক্রান্ত https://ift.tt/eA8V8J

আনসার বাহিনীর ৩১৬ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকায় অক্রান্ত হয়েছেন ২৬৭ জন এবং ঢাকার বাইরে ৪৯ জন। মারা গেছেন একজন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৯ জন।

শুক্রবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক এক জন, ১০২ জন ব্যাটালিয়ন আনসার, ২০৭ জন অঙ্গীভূত আনসার, একজন বিশেষ আনসার, একজন সিগন্যাল অপারেটর, একজন নাসিংসহকারী, ২ জন মহিলা আনসার এবং একজন ভিডিপি সদস্য।

The post আনসারের ৩১৬ সদস্য করোনায় আক্রান্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TQfQ31

No comments:

Post a Comment