Sunday, May 31, 2020

হু থেকে বের হওয়ার সিদ্ধান্তে ঘরে-বাইরে সমালোচিত ট্রাম্প https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের এ মহাদুর্যোগের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার সিদ্ধান্তে কঠোর সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হুকে দেয়া অনুদান প্রত্যাহার করায় নিজ দেশে এবং আন্তর্জাতিক মহলে সবখানেই সমালোচিত হচ্ছেন ট্রাম্প। খবর বিবিসির।

গত ১৮ মে হুকে ৩০ দিন সময় দিয়ে বলেছিলেন, এর মধ্যে ‘উল্লেখযোগ্য কোনো অগ্রগতি’ না হলে সদস্যপদ প্রত্যাহারের কথা ভাববে আমেরিকা।

কিন্তু আলটিমেটামের ১২ দিন পরই গত শুক্রবার চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন ট্রাম্প। ঘোষণা করলেন, হুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে তার দেশ।

কারণ করোনা মহামারী নিয়ে আমেরিকার উদ্বেগ সত্ত্বেও নিজেদের প্রয়োজনীয় সংস্কার করেনি তারা। ট্রাম্প বলেছেন, হুর তহবিলের অর্থ এখন অন্য খাতে ব্যবহার করা হবে।

যুক্তরাষ্ট্র স্বাস্থ্য সংস্থাটির তহবিলে বছরে সর্বোচ্চ অনুদান (৪৫ কোটি ডলার) দিত। ফলে নিঃসন্দেহে সমস্যায় পড়ল হু।

ট্রাম্পের দাবি, চীনে যখন ভাইরাসটা প্রথম পাওয়া গেল, তখন সে দেশের কর্মকর্তারা নিজেদের দায়বদ্ধতার কথা ভুলে হুকে চাপ দিয়েছেন, যাতে তারা বিশ্বকে ভুল পথে চালিত করে। চীন সরকারের ভুলের মাসুল দিচ্ছে বিশ্ব।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, মহামারীর এ ক্রান্তিকালে মান-অভিমান ভুলে সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়তে হবে। যুক্তরাষ্ট্র আবারও এ ব্যাপারে ভেবে দেখার পরামর্শ দেয় ইউ।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের এ হঠকারী সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন।

এমনকি যুক্তরাষ্ট্রের সিনেটে স্বাস্থ্য কমিটির প্রধানও ট্রাম্পের এহেন সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

The post হু থেকে বের হওয়ার সিদ্ধান্তে ঘরে-বাইরে সমালোচিত ট্রাম্প appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2MdmImG

No comments:

Post a Comment