রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত পাঁচজনই করোনা রোগী বলে জানিয়েছে সংস্থাটি।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার কামরুল আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিচতলায় চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরে একটি কক্ষে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে এসি বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই করোনা ইউনিটে চিকিৎসাধীন পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত পাঁচজনই করোনা ইউনিটের আইসোলেশন সেন্টারে লাইফ সাপোর্টে ছিলেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী বলে জানা গেছে।
নিহতরা হচ্ছেন মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন এ্যান্থনী পল (৭৪), খোদেজা বেগম (৭০) এবং রিয়াজ উল আলম (৪৫)।
এদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন, আগুনের ঘটনাটি ঘটেছে হাসপাতালের মূল ভবন সংলগ্ন। সেখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।
The post ইউনাইটেড হাসপাতালে আগুনে পাঁচ করোনা রোগী নিহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ej9S2u
No comments:
Post a Comment