Saturday, May 30, 2020

ঘূণিঝড় আম্পান: আলিপুর সাব স্টেশনের ১০ হাজার গ্রাহক এখনো বিদ্যুৎ বঞ্চিত https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদরের আলিপুর সাব-স্টোশানের অধিনে সুপার সাইক্লোন আম্পানে লন্ডভন্ড সংযোগ বিচ্ছিন্ন পল্লী বিদ্যুতের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সাধারণ ছুটির মধ্যেও অতি জরুরী প্রয়োজনে রাত নাই দিন নাই তারা কঠোর পরিশ্রম করে বিচ্ছিন্ন সংযোগের কাজ করে যাচ্ছে। আলিপুর সাব-স্টোশানের অধিনে সদরের আলিপুর ইউনিয়ন, শিবপুর ইউনিয়ন এবং আংশিক আগরদাড়ী ইউনিয়ন, ঘোনা ইউনিয়ন, বাঁশদহা ইউনিয়ন ও দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের মোট ২৫হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এর মধ্যে ৬০টি পোল ভেঙ্গে পড়েছে। আলিপুরের এলটি সাব-স্টোশানার মো: মফিজুর রহমান জানান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্ধর্তন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক আলিপুর সাব-স্টোশানাল অফিসের পল্লী বিদ্যুতের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে অতিশীঘ্রই বিদ্যুতের তারে পড়া গাছপালা অপসারণ করে ছেড়া তার সংযুক্ত করে তাড়াতাড়ি বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছি। আলিপুর ইনচার্জ মো: মৌফাজ্জার হোসেন জানান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের দিক-নিদেশনায় আমরা শুধুমাত্র ২৫হাজার গ্রাহকের ৬০%বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয়েছি। অতি শীঘ্রই ১০০% বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হবো।

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি:

The post ঘূণিঝড় আম্পান: আলিপুর সাব স্টেশনের ১০ হাজার গ্রাহক এখনো বিদ্যুৎ বঞ্চিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dndQXW

No comments:

Post a Comment